হাতির দাপট রুখতে না পারায় বিট অফিসে তালা ঝোলাল স্থানীয়রা

দিনের পর দিন তাণ্ডব চালাচ্ছে হাতির পাল, অথচ কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। আজ এই অভিযোগে বাঁকুড়ার বৃন্দাবনপুর বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গত দুমাসেরও বেশি সময় ধরে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিট এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক হাতির একটি দল। প্রতিদিনই ওই এলাকার জঙ্গল লাগোয়া এলাকার বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে হাতির হানায়।

Updated By: Feb 28, 2014, 06:57 PM IST

দিনের পর দিন তাণ্ডব চালাচ্ছে হাতির পাল, অথচ কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর। আজ এই অভিযোগে বাঁকুড়ার বৃন্দাবনপুর বিট অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। গত দুমাসেরও বেশি সময় ধরে বেলিয়াতোড় রেঞ্জের বৃন্দাবনপুর বিট এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে শতাধিক হাতির একটি দল। প্রতিদিনই ওই এলাকার জঙ্গল লাগোয়া এলাকার বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে হাতির হানায়।

গতকালই শ্রীকৃষ্ণপুর ও সাগরাকাটা গ্রামে খাবারের খোঁজে এসে সাতটি বাড়িতে হামলা চালায় হাতির দলটি। এরপর আজ সকালে বৃন্দাবনপুর বিট অফিসের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে বন দফতরের আশ্বাসে বিট অফিসের তালা খোলা হয়।

.