কমছে বাঁশের ঝুড়ি, কুলোর চাহিদা, ধুঁকছে কালনার মহাদেবপুর

Updated By: Dec 29, 2014, 11:16 AM IST
কমছে বাঁশের ঝুড়ি, কুলোর চাহিদা, ধুঁকছে কালনার মহাদেবপুর

বাজার দখল করেছে প্লাস্টিক। তাই দিন দিন কমছে বাঁশের ঝুড়ি, কুলোর চাহিদা। ধুঁকছেন কালনার মহাদেবপুরের বাসিন্দারা। শিল্পীদের অভিযোগ, সরকারি সাহায্য ঘোষণা হলেও তা খাতায় কলমে। এখনও তাঁদের কাছে কিছুই আসেনি। স্বাধীনতার আগে থেকে কালনার মহাদেবপুর বাঁশের শিল্পের জন্য বিখ্যাত। এখানকার বাসিন্দারা ঝুড়ি, কুলো, মোড়া তৈরি করে বাজারে বিক্রি করে উপার্জন করতেন।

কিন্তু সেই দিন এখন অতীত। এখন বাজার দখল নিয়েছে প্লাস্টিক। তবু কোনও মতে শতাব্দী প্রাচীন বাঁশ-শিল্প নিয়ে বেঁচে আছে মহাদেবপুর গ্রাম। মন্ত্রী বলছেন, সরকারি প্রকল্পে উপকৃত হচ্ছেন শিল্পীরা। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, সেসব কথার কথা। সরকারি সাহায্যের ঘোষণা হলেও তাঁদের ক্ষুদ্র কুটির শিল্পের জন্য কিছুই আসে না।

তবু স্বপ্ন দেখে মহাদেবপুর। হয়ত একদিন তাঁদের পাশে দাঁড়াবে সরকার। আবার ফিরবে তাঁদের অবস্থা।

 

.