ট্রাফিক কর্মীর ওপর দাদাগিরি অটো চালকের, মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ

ফের অটো চালকের দৌরাত্ম্য। এবার ট্রাফিক কর্মীর ওপর দাদাগিরি। অটো চালকের মারধরে, ডিউটিরত ওই কর্মীর পা ভাঙার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার স্টেশন মোড় এলাকায়।

Updated By: Jan 7, 2017, 08:52 AM IST
ট্রাফিক কর্মীর ওপর দাদাগিরি অটো চালকের, মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ

ওয়েব ডেস্ক : ফের অটো চালকের দৌরাত্ম্য। এবার ট্রাফিক কর্মীর ওপর দাদাগিরি। অটো চালকের মারধরে, ডিউটিরত ওই কর্মীর পা ভাঙার অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থানার স্টেশন মোড় এলাকায়।

অটো চালকের মারধরে গুরুতর জখম, জয়নগর মজিলপুর পুরসভার কর্মী শুভাশিস বোস। পা ভেঙেছে তাঁর। অবস্থা সঙ্গীন। রাতেই নিমপীঠ-বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালে। এরপর সেখান থেকে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে। আপাতত সেখানেই ভর্তি তিনি।

অভিযুক্ত অটো চালক সুরজিত্‍ দাসকে গ্রেফতার করেছে পুলিস। আটক করা হয়েছে অটোটিকেও। আজ ধৃতকে বারুইপুর আদালতে পেশ করা হবে। আরও পড়ুন, অটো-টোটোর ঝামেলায় আজও অশান্ত ব্যান্ডেল

.