পুজোর চাঁদা দিতে না চাওয়ায় অটোচালককে খুনের চেষ্টা

বিশ্বকর্মা পুজোর চাঁদা না দেওয়ায় এক অটোচালককে ছুরি মারার অভিযোগ উঠল হাওড়ার রানিহাটিতে। আক্রান্ত অটোচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকা অশান্তি ছড়িয়েছে।

Updated By: Sep 14, 2016, 11:01 PM IST
পুজোর চাঁদা দিতে না চাওয়ায় অটোচালককে খুনের চেষ্টা

ওয়েব ডেস্ক : বিশ্বকর্মা পুজোর চাঁদা না দেওয়ায় এক অটোচালককে ছুরি মারার অভিযোগ উঠল হাওড়ার রানিহাটিতে। আক্রান্ত অটোচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকা অশান্তি ছড়িয়েছে।

আরও পড়ুন- আজ সিঙ্গুর দিবস, শুরু হল জমির দলিল ফেরানোর কাজ

অভিযোগ, আজকে রাস্তা আটকে নয়ন ধারা ও তার দলবল আক্রান্ত ভরত দাসের কাছ থেকে চাঁদা চায়। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বেধে যায়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। তার জেরেই ভরত দাসের উপর হামলা হয় বলে দাবি। অভিযুক্তদের শাস্তির দাবিতে বন্ধ রানিহাটি রুটের অটোচলাচল।

.