রানাঘাটের পর তাহেরপুর, সেই নদিয়াতেই গির্জায় দুষ্কৃতী হামলা
ফের গির্জায় দুষ্কৃতী হামলা। এবং নদিয়ার সেই রানাঘাটই আবার শিরোনামে। চার মাস আগে রানাঘাটের গাংনাপুরের কনভেন্টে ধর্ষণের শিকার হন সন্ন্যাসিনী। এবার সেই রানাঘাটেরই তাহেরপুরে গির্জাকে টার্গেট করল দুষ্কৃতীরা।কার্ড-১৪ মার্চ, ২০১৫
ওয়েব ডেস্ক: ফের গির্জায় দুষ্কৃতী হামলা। এবং নদিয়ার সেই রানাঘাটই আবার শিরোনামে। চার মাস আগে রানাঘাটের গাংনাপুরের কনভেন্টে ধর্ষণের শিকার হন সন্ন্যাসিনী। এবার সেই রানাঘাটেরই তাহেরপুরে গির্জাকে টার্গেট করল দুষ্কৃতীরা।কার্ড-১৪ মার্চ, ২০১৫
রানাঘাটের গাংনাপুরের কনভেন্টে মাঝরাতে হানা দেয় সশস্ত্র দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে কনভেন্টের প্রবীণ সন্ন্যাসিনী ধর্ষিতা হন। নিন্দা ও লাগাতার বিক্ষোভে আলোড়ন ছড়ায় দেশ ছাড়িয়ে বিদেশেও। কয়েকমাস পর ধরা পড়ে ঘটনার মূল চক্রীরা। সন্ন্যাসিনী রাজ্য ছেড়ে যান।
এবার সরাসরি গির্জাকে টার্গেট করল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে নদিয়ার তাহেরপুরে সেন্ট টমাস ক্যাথলিক চার্চে দরজা ভেঙে ঢোকে দুষ্কৃতীরা। পবিত্র প্রসাদের পাত্র ভাঙচুর করে রাস্তায় ফেলে পালায় তারা।
খবর ছড়াতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গির্জার ভিতরে আরও একাধিক দামি আসবাব ও জিনিসপত্র ছিল। কিন্তু সেসবে হাত না দিয়ে প্রসাদের পাত্রকেই কেন টার্গেট করল দুষ্কৃতীরা?
হামলার উদ্দেশ্য নিয়ে চার্চ কর্তৃপক্ষও সন্দিহান।
গাংনাপুরের আতঙ্ক এখনও কাটেনি। ফের সেই নদিয়ারই তাহেরপুরে গির্জায় হামলার ঘটনায় আর্চবিশপ উদ্বেগ প্রকাশ করেছেন। কেন বারবার নদিয়াতেই এমন ঘটনা ঘটছে, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুলিসের অনুমান, ওই প্রসাদের পাত্রটির সোনালি রঙ দেখে সেটি সোনার ভেবেই টার্গেট করে দুষ্কৃতীরা। গত ডিসেম্বরে ওই গির্জায় মেরামতি ও রঙের কাজ হয়। সেই মিস্ত্রিরাই ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখছে পুলিস।