অধীর ম্যাজিকের কাছে হার মন্ত্রী হুমায়ুন কবীরের
উপনির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। অধীর ম্যাজিকের কাছে শোচনীয় ভরাডুবি হল একদা তাঁরই অনুগামী রাজ্যের বর্তমান মন্ত্রী তৃণমূলের হুমায়ুন কবীরের। জার্সি বদলের খেসারত দিতে হল তাঁকে। রেজিনগরে জয় তো এলই না, শেষ করলেন তৃতীয় হয়ে। ভোটের আগে তাঁর সমস্ত তর্জন গর্জন এককথায় মাঠে মারা গেল। অন্যদিকে, ইংলিশ বাজারে ২০,৪৫২ ভোটে জিতে দলের মুখ্যরক্ষা করলেন আর এক কংগ্রেস ত্যাগী অধুনা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। নলহাটি কেন্দ্রে এগিয়ে ফরোয়ার্ড ব্লক প্রার্থী, এই কেন্দ্রেও তৃণমূল তিন নম্বরে।
একনজরে রাজ্যের তিন কেন্দ্র--
রেজিনগর - জয়ী কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরী
ইংরেজবাজার- জয়ী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
নলহাটি - জয়ী ফরোয়ার্ড ব্লক প্রার্থী দীপক চ্যাটার্জি
উপনির্বাচনে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। অধীর ম্যাজিকের কাছে ভরাডুবি হল একদা তাঁরই অনুগামী রাজ্যের বর্তমান মন্ত্রী তৃণমূলের হুমায়ুন কবীরের। জার্সি বদলের খেসারত দিতে হল তাঁকে। রেজিনগরে জয় তো এলই না, শেষ করলেন তৃতীয় হয়ে। ভোটের আগে তাঁর সমস্ত তর্জন গর্জন এককথায় মাঠে মারা গেল।
অন্যদিকে, ইংলিশ বাজারে দলের মুখ্যরক্ষা করলেন আর এক কংগ্রেস ত্যাগী অধুনা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু চৌধুরী। দলবদল করে মন্ত্রী হওয়া কৃষ্ণেন্দু ২০,৪৫২ ভোটে জিতলেন সিপিআইএম প্রার্থী কৌশিক মিত্রর বিরুদ্ধে।
নলহাটিতে জিতলেন ফরোয়ার্ড ব্লক প্রার্থী দীপক চ্যাটার্জি। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী আবদুর রহমানের থেকে ৭,৭৪২ ভোটে জিতলেন তিনি। তৃণমূল প্রার্থী বিপ্লব ওঝা শেষ করলেন তৃতীয় স্থানে।
সকাল আটটা থেকে রেজিনগর বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হয়। শুরুতে গোনা হয় পোস্টাল ব্যালট। তাতেই কংগ্রেস প্রার্থী রবিউল আলম চৌধুরীর থেকে পিছিয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের হুমায়ূন কবীর। ২৩ ফেব্রুয়ারি এই কেন্দ্রের উপনির্বাচনে ভোট হয়। ভোট পড়েছিল ৮৩ শতাংশ। ভোটে তৃণমূলের প্রতীকে প্রার্থী হয়েছেন হুমায়ুন কবীর। হুমায়ুনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তাঁর বিরুদ্ধে রবিউল আলম চৌধুরীকে কংগ্রেসের প্রতীকে দাঁড় করান অধীর চৌধুরী। ভোটে বামপ্রার্থী, আরএসপির সিরাজুল ইসলাম মণ্ডল।
প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিতের ছেড়ে যাওয়া আসন কি ধরে রাখতে পারবে কংগ্রেস? এই উত্তরের খোঁজেই গোটা রাজ্যের চোখ আজ নলহাটি উপনির্বাচনের ফলাফলের দিকে। অভিজিত্ মুখোপাধ্যায় জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়। তেইশে ফ্রেব্রুয়ারি হওয়া উপনির্বাচনে ভোট পড়েছিল বিরাশি শতাংশ। এবারের উপনির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের প্রতীকে লড়েছেন আবদুর রহমান। তৃণমূলের প্রার্থী বিপ্লব ওঝা। বামপ্রার্থী ফরওয়ার্ড ব্লকের দীপক চট্টোপাধ্যায়।
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর মুখরক্ষা, না কি কংগ্রেসের প্রতীকেই আস্থা। উপনির্বাচনে মালদার মানুষের রায় কোনদিকে গিয়েছে, তা জানা যাবে আজই। সকাল আটটা থেকে ইংরেজবাজার উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। কংগ্রেস বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, দল ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তেইশে ফেব্রুয়ারির উপনির্বাচনে ভোট পড়েছিল একাশি দশমিক সাত শতাংশ। উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে লড়েছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। কংগ্রেস প্রার্থী ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি। বামপ্রার্থী, সিপিআইমের কৌশিক মিশ্র।