শিলিগুড়িতে বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

পানীয় জলের সমস্যার প্রতিবাদে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন বিরোধী তৃণমূল কাউন্সিলররা।

Updated By: Sep 10, 2016, 09:25 PM IST
শিলিগুড়িতে বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

ওয়েব ডেস্ক: পানীয় জলের সমস্যার প্রতিবাদে শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যকে দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখলেন বিরোধী তৃণমূল কাউন্সিলররা।

শিলিগুড়িতে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে। সেকারণে সরানো হচ্ছে পানীয় জলের পাইপ লাইন। এর জেরে গত দুদিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে শিলিগুড়িতে। জল সরবরাহ যে বন্ধ থাকবে সে বিষয়ে আগাম বিজ্ঞপ্তি দিয়েছিল শিলিগুড়ি পুরসভা। তবে টিএমসি বিধায়কদের দাবি, শুধুমাত্র বিজ্ঞপ্তি দিয়েই দায়িত্ব শেষ করেছেন মেয়র অশোক ভট্টাচার্য। বিরোধী দলের কাউন্সিলরদের সঙ্গে এনিয়ে কোনও আলেচনা করেননি তিনি। সেই আলোচনা হলে জল সরবারহের বিকল্প পথ তাঁরা দেখিয়ে দিতে পারতেন, এমনই দাবি করেছেন টিএমসি কাউন্সিলর নান্টু পাল। ঘেরাও চালিয়ে যাওয়ার হুমকি দেন তিনি।

আরও পড়ুন- সিঙ্গুর এখন মহাব্যস্ত, আজ ফের সেখানে যাচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, যে কোনও শহরেই সাময়িক ভাবে এধরনের সমস্যা হতে পারে। এবিষয়ে তৃণমূল কাউন্সিলরদের ভূমিকা আদৌ কাম্য নয়। পরে জল সরবরাহ চালু হওয়ায় ঘেরাও তুলে নেন তৃণমূল কাউন্সিলররা।

আরও পড়ুন- রাজ্যে কংগ্রেসের থেকে বিরোধী দলের তকমা কাড়তে চাইছে তৃণমূল

.