আসানসোল গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তরা এখনও ফেরার
আসানসোলের রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তরা এখনও ফেরার। ঘটনায় নাম জড়িয়েছে শোভনা দাস নামে ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রীর। শোভনা দাসই নিগৃহীতা ছাত্রীকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। পরে, তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
আসানসোলের রূপনারায়ণপুর পলিটেকনিক কলেজে গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্তরা এখনও ফেরার। ঘটনায় নাম জড়িয়েছে শোভনা দাস নামে ওই কলেজেরই প্রথম বর্ষের এক ছাত্রীর। শোভনা দাসই নিগৃহীতা ছাত্রীকে ইউনিয়ন রুমে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ। পরে, তাঁকে মাদক মেশানো পানীয় খাইয়ে গণধর্ষণ করা হয় বলে পুলিসের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
গোটা ঘটনায় মূল অভিযুক্ত কলেজের জিএস তথা তৃণমূল ছাত্র পরিষদ নেতা শাম্ব মণ্ডল ও তার দুই সঙ্গী অভীক ঘোষ ও শোভনা দাস, তিনজনই পলাতক। মূল অভিযুক্ত টিএমসিপি নেতা সাম্য মণ্ডলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। এইসব ঘটনায় পুলিস তাকে গ্রেফতারও করেছিল। যদিও, পরে ছাড়া পেয়ে যায় সে। গণধর্ষণ কাণ্ডে জড়িত সন্দেহে মিথিলেশ ওঝা নামে ঝাড়খণ্ডের বাসিন্দা বহিরাগত এক যুবককেও খুঁজছে পুলিস। এই ঘটনায় আগেই ধৃত কলেজের নিরাপত্তাকর্মী বিজয়কুমার যাদব ওরফে ভোলুকে আজ আসানসোল আদালতে তোলা হয়েছে।