আসানসোলে অগ্নিদগ্ধ হয়ে মৃত বধূ
অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আসানসোলের চিত্তরঞ্জন রেলনগরীতে। রেলকলোনীর ৪৫ `এ` কোয়ার্টের বাসিন্দা ছিলেন মৃত বছর ত্রিশের সঙ্গীতা সিং।
Updated By: Jan 28, 2012, 11:06 AM IST
অগ্নিদগ্ধ হয়ে এক মহিলার মৃত্যুতে চাঞ্চল্য ছড়াল আসানসোলের চিত্তরঞ্জন রেলনগরীতে। রেলকলোনীর ৪৫ `এ` কোয়ার্টের বাসিন্দা ছিলেন মৃত বছর ত্রিশের সঙ্গীতা সিং। স্থানীয় সূত্রে খবর, দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে যৌথ পরিবারে থাকতেন সঙ্গীতা দেবী। প্রতিবেশীরা জানিয়েছেন মাত্র মাস কয়েক আগেই মৃত্যু হয়েছিল সঙ্গীতাদেবীর স্বামী সূর্যনারায়ণ সিংয়ের। বৃহস্পতিবার সন্ধেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে চিত্তরঞ্জন রেল কারখানার দমকলবাহিনী। রান্নার গ্যাস লিক করে এই বিপত্তি বলে দমকলের প্রাথমিক অনুমান। যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে রেলরক্ষী বাহিনী এবং চিত্তরঞ্জন থানার পুলিস।