সুকনায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার 'চিতা', নিহত ৩ অফিসার

শিলিগুড়ি শহর থেকে ১০ কিলোমিটার দূরে সুকনায় ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার চিতা। দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন তিন সেনা অফিসার। আহত এক জুনিয়র কমিশনড অফিসার। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি সেনা হাসপাতালে চিকিত্সাধীন।

Updated By: Nov 30, 2016, 04:23 PM IST
সুকনায় ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার 'চিতা', নিহত ৩ অফিসার

ওয়েব ডেস্ক : শিলিগুড়ি শহর থেকে ১০ কিলোমিটার দূরে সুকনায় ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার চিতা। দুর্ঘটনার জেরে প্রাণ হারিয়েছেন তিন সেনা অফিসার। আহত এক জুনিয়র কমিশনড অফিসার। তাঁর অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি সেনা হাসপাতালে চিকিত্সাধীন।

আজ সকাল পৌনে ১২টা নাগাদ রুটিন পরীক্ষার জন্য চপারটি নিয়ে ওড়েন  মেজর সঞ্জীব লাথার, মেজর অরবিন্দ বাজালা, লেফটন্যান্ট কর্নেল রানীশ কুমার। ল্যান্ডিংয়ের সময় সেনা হেডকোয়ার্টারের ভিতরই হেলিপ্যাডের কাছে ভেঙে পড়ে চপারটি। ঘটনাস্থলেই প্রাণ হারান পাইলট ও দুই সরকারী পাইলট।

সেনা ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার সূত্রে পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, মাটি থেকে ১০০ মিটার উচ্চতায় চিতা কপ্টারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ATC-র সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে সেনা।

পড়তে ভুলবেন না, কালো টাকা সাদা হচ্ছে? পানশালায় উড়ছে 'সান্তাক্লজ নোট'!

.