জামিন পেলেন আরাবুল ইসলাম

ভাঙড়ে বিধায়ক রেজ্জাক মোল্লার উপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন পেলেন। অসুস্থ আরাবুল হাসপাতালে ভর্তি। এই মামলার শুনানি এখনও হয়নি। বামনঘাটায় বাম মিছিলে হামলার ঘটনা আরাবুলের গ্রেফতারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ওই মামলার শুনানি হয়নি।

Updated By: Jan 21, 2013, 06:27 PM IST

ভাঙড়ে বিধায়ক রেজ্জাক মোল্লার উপর হামলার অভিযোগে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা আরাবুল ইসলামের জামিন পেলেন। অসুস্থ আরাবুল হাসপাতালে ভর্তি। এই মামলার শুনানি এখনও হয়নি। বামনঘাটায় বাম মিছিলে হামলার ঘটনা আরাবুলের গ্রেফতারের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। ওই মামলার শুনানি হয়নি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ভাঙড়কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরাবুল ইসলাম। তাঁকে পাঁচ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছিল বারুইপুর আদালত। তাঁর বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছিল। ভারতীয় দন্ডবিধির একাধিক ধারা আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। এরমধ্যে চারটি জামিন অযোগ্য ধারা রয়েছে। যেমন, খুনের চেষ্টা, অস্ত্র মামলা, বিস্ফোরক প্রতিরোধক আইন এবং মারধরের অভিযোগ। এছাড়াও সংঘর্ষ বাধানো এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছিল আরাবুল ইসলামের বিরুদ্ধে।

.