বিশ্বভারতী ছেড়ে শিলচরেই ফিরতে হতে পারে অনুপম হাজরাকে

Updated By: May 18, 2015, 07:36 PM IST
বিশ্বভারতী ছেড়ে শিলচরেই ফিরতে হতে পারে অনুপম হাজরাকে

বিশ্বভারতীতে অনুপম হাজরার চাকরি জীবন অনিশ্চিত হয়ে পড়ল। সম্ভবত তাঁকে ফিরেই যেতে হচ্ছে শিলচরে, তাঁর পুরনো কর্মস্থল অসম বিশ্ববিদ্যালয়ে।

তিন বছরের লিয়েনে অনুপম বিশ্বভারতীতে যোগ দেন ২০১৩ সালের ডিসেম্বর মাসে। বিশ্বভারতীর প্রাক্তন ছাত্রকে অধ্যাপক হিসাবে শান্তিনিকেতনে নিয়ে আসার পিছনে ভূমিকা ছিল উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের।

এরপর ২০১৪ সালের ১৬ মে তৃণমূলের টিকিটে সাংসদ হয়ে দিল্লি চলে যান। একবছরের বিশেষ ছুটির ব্যবস্থা করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। সেই ছুটির মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে। অর্থাত্‍, ১ জুন বিশ্বভারতীর

সমাজবিজ্ঞান বিভাগে যোগ দিতে না পারলে বিশ্বভারতীর কেরিয়ার সম্ভবত শেষই হয়ে যাচ্ছে তৃণমূল সাংসদের।

এক্ষেত্রে লোকসভার অধ্যক্ষের কাছ থেকে বিশেষ ছাড়পত্র আনতে হবে। কিন্তু, কোনও সংসদ সদস্যের ব্যক্তিগত কাজের জন্য অধ্যক্ষ ছাড়পত্র দিতে পারেন না। সেক্ষেত্রে অনুপমের কাছে দুটি রাস্তা খোলা থাকছে। হয়

ছাড়তে হবে সাংসদ পদ, না হলে ফিরে যেতে হবে শিলচরে।

.