জয়দেবের কেঁদুলি মেলার উদ্বোধন করলেন `স্বনামধন্য` অনুব্রত মণ্ডল
জয়দেবের কেঁদুলি মেলার উদ্বোধন নিয়ে বিতর্ক ছড়াল বীরভূমে। বিতর্কের কেন্দ্রে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এতদিন ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধন করতেন কোনও লোকশিল্পী বা স্বনামধন্য কোনও বাউল।
Updated By: Jan 14, 2014, 04:15 PM IST
জয়দেবের কেঁদুলি মেলার উদ্বোধন নিয়ে বিতর্ক ছড়াল বীরভূমে। বিতর্কের কেন্দ্রে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এতদিন ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধন করতেন কোনও লোকশিল্পী বা স্বনামধন্য কোনও বাউল।
কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয় মেলার উদ্বোধন করবেন অনুব্রত মণ্ডল। যা শুনে রীতিমতন ক্ষুব্ধ বীরভূমের সাংসদ রামচন্দ্র ডোম। ইতিমধ্যেই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি জানানো হয়েছে বোলপুরের মহকুমা শাসককেও।