এবার কবজি কেটে নেওয়ার হুমকি অনুব্রতর

শিরোনামে ফিরলেন অনুব্রত মণ্ডল। কখনও নির্দল, কখনও বা পুলিশ-প্রশাসনের পর অনুব্রতর রক্তচক্ষুর সামনে এবার কংগ্রেস কর্মীরা। কাটোয়ায় কংগ্রেস কর্মীদের উদ্দেশে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বললেন, পোস্টার ছিঁড়ে নোংরামো করলে বরদাস্ত করা হবে না। কবজি কেটে নেওয়া হবে। বুধবার কাটোয়ার ১৪ নম্বর ওয়ার্ডে কর্মীসভা করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কাটোয়ার দলীয় সভায় মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠার পর অনুব্রত এই হুমকি দেন। ক্যামারের সামনেই অনুব্রত বলতে থাকনে, যারা পোস্টার ছিঁড়বে তাদের কব্জি কেটে নেওয়া হবে৷

Updated By: Nov 7, 2013, 02:40 PM IST

শিরোনামে ফিরলেন অনুব্রত মণ্ডল। কখনও নির্দল, কখনও বা পুলিশ-প্রশাসনের পর অনুব্রতর রক্তচক্ষুর সামনে এবার কংগ্রেস কর্মীরা। কাটোয়ায় কংগ্রেস কর্মীদের উদ্দেশে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি বললেন, পোস্টার ছিঁড়ে নোংরামো করলে বরদাস্ত করা হবে না। কবজি কেটে নেওয়া হবে। বুধবার কাটোয়ার ১৪ নম্বর ওয়ার্ডে কর্মীসভা করেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। কাটোয়ার দলীয় সভায় মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠার পর অনুব্রত এই হুমকি দেন। ক্যামারের সামনেই অনুব্রত বলতে থাকনে, যারা পোস্টার ছিঁড়বে তাদের কব্জি কেটে নেওয়া হবে৷
পঞ্চায়েত ভোটের ঠিক আগে নির্দল প্রার্থীদের উদ্দেশে হুমকি দিয়ে অশালীন ভাষায় আক্রমণ করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। সঙ্গে মাইক হাতে প্রকাশ্য সভায় বলেছিলেন, পুলিসের গাড়িতে বোমা মারো। নির্দল প্রার্থীরা ভোটে দাঁড়ানোর সাহস দেখালে কড়া ব্যবসথা নেওয়ার হুমকিও দিয়েছিলেন অনুব্রত।
অনুব্রতর সেই বিতর্কিত মন্তব্যের কিছু দিন পরেই পারুইয়ের নির্দল প্রার্থীর বাবা সাগর ঘোষের খুন হন। পরে অনেক টালবাহানর পর খুনের অভিযোগ দায়ের হয় অনুব্রতর বিরুদ্ধে। পরে অবশ্য় প্রায় সব ধামাচাপাই পড়ে যায়। দল তখন থেকেই অনুব্রতকে নিয়ে অস্বস্তিতে পড়ে। তবে মুখ্যমন্ত্রী তাঁর `প্রিয়` অনুব্রতর পাশেই দাঁড়িয়েছিলেন ।

.