লাইসেন্স না দেখাতে পারায় ইঞ্জিনিয়ারিং ছাত্রকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ

টু-হুইলারের লাইসেন্স দেখাতে না পারায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। নদিয়ার ধানতলা থানা এলাকার আন্দুলপোতার বাসিন্দা উত্তম বিশ্বাস গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি।

Updated By: Nov 4, 2016, 05:11 PM IST
লাইসেন্স না দেখাতে পারায় ইঞ্জিনিয়ারিং ছাত্রকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ

ওয়েব ডেস্ক: টু-হুইলারের লাইসেন্স দেখাতে না পারায় ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। নদিয়ার ধানতলা থানা এলাকার আন্দুলপোতার বাসিন্দা উত্তম বিশ্বাস গুরুতর জখম অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি।

আরও পড়ুন- রাজ্যের ক্লাস থ্রির পড়ুয়াদের বেহাল দশা; উঠে এল ভয়ঙ্কর তথ্য

গত বুধবার মোটরবাইকে কাকিমাকে ডাক্তার দেখাতে নিয়ে যান উত্তম। ফেরার পথে তাঁর লাইসেন্স দেখতে চান ধানতলা থানার ASI দেবাশিস ঘোষ। অভিযোগ, লাইসেন্স দেখাতে না পারায় উত্তমকে ধানতলা থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর
করা হয়। পরের দিন তাঁকে ছেড়ে দেয় পুলিস। থানাতেই অসুস্থ হয়ে পড়ায় উত্তমকে হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে পুলিসের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বক্তব্য জানানো হয়নি।

আরও পড়ুন- এবার রান্নার গ্যাস নিয়ে দেখা দেবে সংকট!

.