রাজ্যের নবতম জেলা হচ্ছে আলিপুরদুয়ার

নতুন জেলা হতে চলেছে আলিপুরদুয়ার। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাংলাদেশ-নেপাল-ভুটান সীমান্তজুড়ে তৈরি হবে রাস্তা। কোচবিহারে হবে নতুন মেডিকেল কলেজ। উত্তরবঙ্গের জন্য দুশোর বেশি নতুন বাসসহ একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে বামেরা দুর্বল হলেও রাজ্যের কিছু কিছু এলাকায় শক্তি বেড়েছে বিজেপির। উত্তরবঙ্গে শক্তিশালী কংগ্রেস। রায়গঞ্জের মতে এলাকায় সংগঠন বাড়ানোর চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। সেকথা মাথায় রেখেই উত্তরবঙ্গে তৃণমূলের ঘর গোছানোর কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়িতে মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানান, খুব শিগগিরই রাজ্যের নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আলিপুর দুয়ার। এছাড়াও কোচবিহারে নতুন মেডিকেল কলেজ গড়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Updated By: Jun 2, 2014, 08:26 PM IST

নতুন জেলা হতে চলেছে আলিপুরদুয়ার। আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক শেষে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বাংলাদেশ-নেপাল-ভুটান সীমান্তজুড়ে তৈরি হবে রাস্তা। কোচবিহারে হবে নতুন মেডিকেল কলেজ। উত্তরবঙ্গের জন্য দুশোর বেশি নতুন বাসসহ একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনে বামেরা দুর্বল হলেও রাজ্যের কিছু কিছু এলাকায় শক্তি বেড়েছে বিজেপির। উত্তরবঙ্গে শক্তিশালী কংগ্রেস। রায়গঞ্জের মতে এলাকায় সংগঠন বাড়ানোর চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। সেকথা মাথায় রেখেই উত্তরবঙ্গে তৃণমূলের ঘর গোছানোর কাজ শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী। সোমবার শিলিগুড়িতে মিনি সচিবালয় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পর তিনি জানান, খুব শিগগিরই রাজ্যের নতুন জেলা হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে আলিপুর দুয়ার। এছাড়াও কোচবিহারে নতুন মেডিকেল কলেজ গড়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে ছিলেন উত্তরবঙ্গের তিন জেলার জেলাশাসক, মহকুমাশাসক, বিডিওরা। ছিলেন জেলার সাংসদ, বিধায়করাও। মুখ্যসচিবের উপস্থিতিতে বৈঠকে হাজির ছিলেন বিভিন্ন বিভাগের সচিবরাও। বৈঠকে বি একশো দিনের প্রকল্পে কাজের দিন বাড়ানোর ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তরাই ডুয়ার্সের পর্যটনের উন্নয়নে বিশেষ নজর দেবার কথা বলেছেন তিনি। যে সমস্ত চিকিতসক ওষুধের জেনেরিক নাম লিখছেন না তাঁদের বদলির নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিনের বৈঠকে ছিটমহল সমস্যা, জলপাইগুড়ি এবং তরাই-ডুয়ার্সে দুটি পৃথক জলপ্রকল্প এবং বন্ধ চা বাগানের সমস্যা নিয়েও আলোচনা হয়েছে।

.