হাত ভেঙে আলিপুর-দুয়ারে ফুটল ঘাসফুল
কংগ্রেসের ছয় কাউন্সিলরের দলত্যাগকে হাতিয়ার করে আলিপুরদুয়ার পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। গোপন ব্যালটে চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃণমূলের আশিসচন্দ্র দত্ত। ভাইস চেয়ারম্যান হয়েছেন তৃণমূলেরই রুমা চট্টোপাধ্যায়।
ওয়েব ডেস্ক: কংগ্রেসের ছয় কাউন্সিলরের দলত্যাগকে হাতিয়ার করে আলিপুরদুয়ার পুরসভা দখল করল তৃণমূল কংগ্রেস। গোপন ব্যালটে চেয়ারম্যান নির্বাচিত হলেন তৃণমূলের আশিসচন্দ্র দত্ত। ভাইস চেয়ারম্যান হয়েছেন তৃণমূলেরই রুমা চট্টোপাধ্যায়।
কুড়িটি আসনের আলিপুরদুয়ার পুরসভায় বামেদের আসন সংখ্যা আট। তৃণমূল ও কংগ্রেসের কাউন্সিলর ছিলেন ছজন করে। কয়েকদিন আগেই কংগ্রেসের ছয় কাউন্সিলর তৃণমূল যোগ দেন। এরপর বোর্ড গঠন করতে তৃণমূলের অসুবিধা হয়নি। চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া তদারকি করতে আলিপুরদুয়ারে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। আগামীদিনে আলিপুরদুয়ার জেলাপরিষদেও তৃণমূল বোর্ড গঠন করবে বলে দাবি করেছেন তিনি।