বামফ্রন্টের ডাকে আইন অমান্য কর্মসূচী

রাজ্যের প্রায় সব জেলায় বামফ্রন্টের ডাকে পালিত হল আইন অমান্য কর্মসূচী। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়ায় বামফ্রন্টের তরফে পালন করা হয় আইন অমান্য। মিছিল করে বাম সমর্থকরা জেলাশাসকের দফতরের সামনে আইন অমান্য করেন।

Updated By: Nov 25, 2011, 09:36 PM IST

রাজ্যের প্রায় সব জেলায় বামফ্রন্টের ডাকে পালিত হল আইন অমান্য কর্মসূচী। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাঁকুড়ায় বামফ্রন্টের তরফে পালন করা হয় আইন অমান্য। মিছিল করে বাম সমর্থকরা জেলাশাসকের দফতরের সামনে আইন অমান্য করেন। বর্ধমান শহরেও জেলাশাসকের দফতরের সামনে মিছিল করেন বাম সমর্থকরা। তবে সেখানে তাঁদের মিছিল আটকায় পুলিস। গ্রেফতার বরণ করেন বামফ্রন্ট সমর্থকরা। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বাম কর্মী-সমর্থকদের আইন অমান্য আন্দোলনে পুলিসি নিগ্রহের অভিযোগ উঠল। বাম নেতাদের অভিযোগ, মহিলা পুলিস কর্মী ঘটনাস্থলে ছিল না। বাম মহিলা কর্মীদের মিছিল পুলিস জোরজবরদস্তি আটকায় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনায় আহত হয়েছেন প্রাক্তন মন্ত্রী মিনতি ঘোষ সহ চার জন মহিলা বাম কর্মী।

.