ফের বেসরকারি হাসপাতালের অমানবিক মুখ

ফের বেসরকারি হাসপাতালের অমানবিক মুখ। কোলে আহত শিশুকে নিয়ে ঘুরে ফিরলেন মা। অভিযোগ, আপত্কালীন পরিষেবা কোনও নার্সিংহোমই দিল না। ফিরিয়ে দিলেন মহিলাকে। বিনা চিকিত্সায় মৃত্যু হল ছ বছরের শিশুর। ঘটনা হুগলির হিন্দমোটরের। গত ৩ মার্চ টোটো দুর্ঘটনায় আহত হয় রিয়া সরকার নামে বছর ছয়েকের এক শিশু।

Updated By: Mar 7, 2017, 10:12 AM IST
 ফের বেসরকারি হাসপাতালের অমানবিক মুখ

ওয়েব ডেস্ক: ফের বেসরকারি হাসপাতালের অমানবিক মুখ। কোলে আহত শিশুকে নিয়ে ঘুরে ফিরলেন মা। অভিযোগ, আপত্কালীন পরিষেবা কোনও নার্সিংহোমই দিল না। ফিরিয়ে দিলেন মহিলাকে। বিনা চিকিত্সায় মৃত্যু হল ছ বছরের শিশুর। ঘটনা হুগলির হিন্দমোটরের। গত ৩ মার্চ টোটো দুর্ঘটনায় আহত হয় রিয়া সরকার নামে বছর ছয়েকের এক শিশু।

আরও পড়ুন বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল ডাউন শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেস

কোলে আহত শিশুকে নিয়ে প্রথমে রিলাইফ নার্সিংহোম, পরে কমলালয়, আরোগ্য নিকেতন এবং সর্বশেষ নিলিমা নার্সিংহোমে রিয়াকে নিয়ে যায় তার মা। অভিযোগ পরিকাঠামোর অজুহাত দেখিয়ে সব জায়গা থেকেই ফিরিয়ে দেওয়া হয় তাঁকে। মৃত্যু হয় ছোট্ট শিশুর। গতকাল থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা। যদিও এ নিয়ে চারটি নার্সিংহোমের কেউই মুখ খোলেননি।   

আরও পড়ুন  চোর সন্দেহে চায়ের দোকানদারকে পিটিয়ে খুন

.