আরামবাগের পর এবার চন্দননগর

খলিসানি কলেজের পরিচালন সমিতি গঠনকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্ধ। কলেজের পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য হিসেবে স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক সাউয়ের নাম পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর। আর এর জেরেই টানাপোড়েন শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে। কলেজ পরিচালন সমিতিতে তৃণমূল বিধায়কের সরকারি প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ।

Updated By: Feb 15, 2012, 05:59 PM IST

খলিসানি কলেজের পরিচালন সমিতি গঠনকে কেন্দ্র করে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্ধ। কলেজের পরিচালন সমিতির সরকার মনোনীত সদস্য হিসেবে স্থানীয় তৃণমূল বিধায়ক অশোক সাউয়ের নাম পাঠিয়েছে উচ্চশিক্ষা দফতর। আর এর জেরেই টানাপোড়েন শুরু হয়েছে জেলা তৃণমূলের অন্দরমহলে। কলেজ পরিচালন সমিতিতে তৃণমূল বিধায়কের সরকারি প্রতিনিধি হিসেবে মনোনীত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদ।
বুধবার সকাল থেকেই কলেজের গেট আটকে ধর্মঘটে সামিল তাঁরা। তৃণমূল ছাত্র সংসদের কর্মীসমর্থকদের অভিযোগ কলেজের ২ অধ্যাপকের সঙ্গে মিলিত হয়ে অধ্যক্ষকে তাড়ানোর চক্রান্ত করছেন বিধায়ক অশোক সাউ। কলেজের পরিচালন সমিতির সদস্য হিসেবে হুগলির তৃণমূল সাংসদ রত্না নাগ কলকাতা বিশ্ববিদাযালয়ের প্রাক্তন অধ্যাপক জয়দেব কোলের নাম প্রস্তাব করলেও তা গৃহীত হয়নি। অন্যদিকে তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ নস্যাত্‍ করে দিয়েছেন বিধায়ক অশোক সাউ।
ক্ষমতায় এসে, মুখ্যমন্ত্রী বারবার বলেছিলেন দলতন্ত্র নয়, বরং শিক্ষাক্ষেত্রে নিয়োগ হবে যোগ্যতার নিরিখেই। তবে কলেজের তৃণমূল পরিচালিত ছাত্র সংসদের অভিযোগ দলতন্ত্রের জেরেই কলেজ পরিচালন সমিতিতে সরকারি প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন বিধায়ক অশোক সাউ।

.