নন্দীগ্রামে দাঁড়িয়ে সিপিএমের সঙ্গে জোটের পক্ষে ফের সওয়াল অধীরের

নির্বাচনে জোটের পক্ষে ফের সওয়াল অধীর চৌধুরীর। আজ নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি সওয়াল করেন সিপিএমের সঙ্গে জোটের পক্ষে। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, তৃণমূলকে ঠেকাতে কংগ্রেসের নীচুতলার কর্মীরা জোটের পক্ষে। দলের কর্মীদের এই মনোভাব হাই কমান্ডকে জানাবেন তিনি।

Updated By: Jan 6, 2016, 09:04 PM IST
নন্দীগ্রামে দাঁড়িয়ে সিপিএমের সঙ্গে জোটের পক্ষে ফের সওয়াল অধীরের

ওয়েব ডেস্ক: নির্বাচনে জোটের পক্ষে ফের সওয়াল অধীর চৌধুরীর। আজ নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি সওয়াল করেন সিপিএমের সঙ্গে জোটের পক্ষে। প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছেন, তৃণমূলকে ঠেকাতে কংগ্রেসের নীচুতলার কর্মীরা জোটের পক্ষে। দলের কর্মীদের এই মনোভাব হাই কমান্ডকে জানাবেন তিনি।

নন্দীগ্রামে কংগ্রেসের সভা করা বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল। তার পরেও সভা করতে পারেননি অধীর চৌধুরীরা। শেষ পর্যন্ত বুধবার শুভেন্দু অধিকারীর খাস তালুকে মিছিল করল কংগ্রেস, তারপর ম্যাটাডোরে দাঁড়িয়ে সভা।

এদিন ফের জোটের পক্ষে জোরালো সওয়াল করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। মুর্শিদাবাদে তাঁর  গড়ে  ঘাস ফুল ফোটানোর দায়িত্বে আছেন শুভেন্দু অধিকারী।  বুধবার সেই শুভেন্দুর খাস তালুকে দাঁড়িয়ে তাঁকেই টার্গেট করলেন অধীর।

.