ফুরফুরা শরিফে ব্যর্থ রেল প্রকল্প, রাজ্যকেই দুষলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী

ফুরফুরা শরিফে রেল প্রকল্প না হওয়ার জন্য রাজ্য সরকারকেই দুষলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তাঁর বক্তব্যের সঙ্গে একমত পীরজাদা ত্বহা সিদ্দিকি।অধীর চৌধুরীর অভিযোগ, সরকার জমি অধিগ্রহণ না করলে প্রকল্পের কাজ এগোবে না। তৃণমূলের হাতে যখন রেলমন্ত্রক ছিল, তখন তাঁরা ইচ্ছা করলে প্রকল্পের কাজ শেষ করতে পারত বলে মন্তব্য করেছেন ত্বহা সিদ্দিকি।

Updated By: Oct 26, 2013, 05:36 PM IST

ফুরফুরা শরিফে রেল প্রকল্প না হওয়ার জন্য রাজ্য সরকারকেই দুষলেন রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। তাঁর বক্তব্যের সঙ্গে একমত পীরজাদা ত্বহা সিদ্দিকি।অধীর চৌধুরীর অভিযোগ, সরকার জমি অধিগ্রহণ না করলে প্রকল্পের কাজ এগোবে না। তৃণমূলের
হাতে যখন রেলমন্ত্রক ছিল, তখন তাঁরা ইচ্ছা করলে প্রকল্পের কাজ শেষ করতে পারত বলে মন্তব্য করেছেন ত্বহা সিদ্দিকি।
তারপর কেটে গেছে প্রায় সাড়ে তিন বছর। রেল প্রকল্পের জন্য অধিগ্রহণ করা হয়েছে মাত্র ৫৫ একর জমি। জমি দিয়ে চাকরি পেয়েছেন ১১৫ জন। অধিগ্রহণের পর কিছু জমি ভরাট করা হয়েছে। রেল লাইন পাতার কাজ একচুলও এগোয়নি। প্রস্তাবিত ডানকুনি - ফুরফুরা শরিফ রেল প্রকল্পের এটাই বাস্তব চিত্র। প্রকল্পের জট কাটাতে শনিবার ফুরফুরা শরিফে যান রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী। পীরজাদা ত্বহা সিদ্দিকির সঙ্গে প্রায় দু-ঘণ্টা ধরে কথা বলেন তিনি।
 
রেল প্রকল্পের জন্য জমি দিয়েও যাঁরা চাকরি পাননি, হাজির ছিলেন তাঁরাও।
 
ত্বহা সিদ্দিকির সঙ্গে বৈঠকের পর অধীর চৌধুরী বলেন, জমি অধিগ্রহণ রাজ্য সরকারের দায়িত্ব। সেই কাজ না হলে রেল প্রকল্পের কাজ এগোনো
সম্ভব নয়।
 
আর একধাপ এগিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তোলেন ত্বহা সিদ্দিকি।

.