উন্নয়নের কাজে সমন্বয় বাড়াতে আমলা কমিটি

পঞ্চায়েত স্তরে কাজের সুবিধের জন্য ত্রিস্তরীয় অফিসার্স কমিটি গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েতের তিনটি স্তরেই এই কমিটি গঠন করা হল। জেলাস্তর, মহকুমাস্তর এবং ব্লক স্তরে যথাক্রমে জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-রাই এই কমিটির মাথায় থাকবেন।

Updated By: Nov 3, 2011, 02:16 PM IST

পঞ্চায়েত স্তরে কাজের সুবিধের জন্য ত্রিস্তরীয় অফিসার্স কমিটি গঠন করল রাজ্য সরকার। পঞ্চায়েতের তিনটি স্তরেই এই কমিটি গঠন করা হল। জেলাস্তর, মহকুমাস্তর এবং ব্লক স্তরে যথাক্রমে জেলাশাসক, মহকুমাশাসক এবং বিডিও-রাই এই কমিটির মাথায় থাকবেন। উন্নয়নের কাজে সমন্বয় আনতেই এই কমিটি গঠন করা হল বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানিয়েছেন যে সমস্ত এলাকায় পঞ্চায়েত নেই, সেখানে বিডিও-রাই যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন। অন্য দিকে ত্রিস্তর পঞ্চায়েতে নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্রাত্য রেখে পঞ্চায়েতের কাজের অগ্রগতি নিয়ে মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিডিও'দের সঙ্গে বৈঠক করায় রাজনৈতিক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়েছে।

.