খোদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট ভেঙে ১৩ লক্ষ টাকা চুরি

মুর্শিদাবাদের নবগ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুকুরচুরি। ভল্ট ভেঙে তেরো লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সকালে ব্যাঙ্কে এসে চুরির ঘটনাটি দেখতে পান ব্যাঙ্ককর্মীরা। পুলিস তদন্ত করছে। অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টের নিরাপত্তাই আজকাল স্বয়ংক্রিয়। নির্দিষ্ট সময়ের আগে ভল্টের দরজা খোলা যায় না। এমন নিরাপত্তার মধ্যে চোরেরা কী করে সিঁদ কাটল তা নিয়ে ধন্দে পুলিস।

Updated By: Sep 19, 2016, 11:33 AM IST
খোদ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্ট ভেঙে ১৩ লক্ষ টাকা চুরি

ওয়েব ডেস্ক: মুর্শিদাবাদের নবগ্রামে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে পুকুরচুরি। ভল্ট ভেঙে তেরো লক্ষ টাকা হাতিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। সকালে ব্যাঙ্কে এসে চুরির ঘটনাটি দেখতে পান ব্যাঙ্ককর্মীরা। পুলিস তদন্ত করছে। অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ভল্টের নিরাপত্তাই আজকাল স্বয়ংক্রিয়। নির্দিষ্ট সময়ের আগে ভল্টের দরজা খোলা যায় না। এমন নিরাপত্তার মধ্যে চোরেরা কী করে সিঁদ কাটল তা নিয়ে ধন্দে পুলিস।

আরও পড়ুন- সিপিএম সদস্যকে তৃণমূলে যোগ দেওয়ানোর জন্য তাঁর শিশুকন্যার মাথায় রিভলভার ঠেকানোর অভিযোগ

এদিকে, কর্মের দেবতা বিশ্বকর্মা পুজার দিনই হাওড়া শিল্পাঞ্চলে এক কারখানা মালিককে খুন করে দুষ্কৃতীরা। কারণ ছিল সেই তোলাবাজি। লিলুয়ার এই অঞ্চলে রয়েছে বেশ কয়েকটি কারখানা। এরই মধ্যে একটি কারখানা অশোক সিংয়ের। কারখানাতেই রাতে থাকতেন অশোক সিং। রাতে কারখানায় ঢুকে খুন করা হয়েছিল তাঁকে। পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়েছিল দুষ্কৃতীরা। এই নিয়ে বার কয়েক হুমকিও দেওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা জোগার করতে পারেননি অশোক সিং। রেহাই দেয়নি দুষ্কৃতীরা। স্থানীয় অন্যান্য কারখানার মালিকরা ঘটনার পর থেকে ভীত সন্ত্রস্ত্র।

.