ফাঁটল জেলা তৃণমূলে

পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ফাটল ধরল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলে। গোষ্ঠীদ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিলেন জগদ্দলের দাপুটে তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম। দলের প্রতি আস্থা হারানোর জন্য গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ি করেছেন তিনি। বিধায়ক পরশ দত্তর গোষ্ঠীর সঙ্গে অরুণ ব্রহ্ম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের।

Updated By: May 24, 2013, 11:41 AM IST

পঞ্চায়েত ভোটের আগে বড়সড় ফাটল ধরল উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূলে। গোষ্ঠীদ্বন্দ্বে অতিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিলেন জগদ্দলের দাপুটে তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম। দলের প্রতি আস্থা হারানোর জন্য গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ি করেছেন তিনি। বিধায়ক পরশ দত্তর গোষ্ঠীর সঙ্গে অরুণ ব্রহ্ম গোষ্ঠীর বিরোধ দীর্ঘদিনের।
অরুণ ব্রহ্মের অভিযোগ, সেই বিরোধের জেরে একাধিকবার পরশ দত্তের অনুগামীদের হাতে তাঁকে হেনস্থা হতে হয়েছে। দলেরই একাংশের শাসানিতে বাড়িছাড়াও হয়েছেন বেশ কয়েকবার। অরুণ ব্রহ্মের দাবি, বৃহস্পতিবার তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন চার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। মুকুল রায়ের একসময়ের ঘনিষ্ঠ এই নেতার দলত্যাগে পঞ্চায়েত ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।  

.