২৪ ঘণ্টার খবরের জের, বাল্যবিবাহ রুখল প্রশাসন
Updated By: Feb 6, 2015, 12:16 PM IST
ছবি: টেলিভিশন সিরিয়াল বালিকা বধূ থেকে নেওয়া হয়েছে। খবরের সঙ্গে বাস্তব সম্পর্ক নেই।
চব্বিশ ঘণ্টার প্রতিনিধি মারফত খবর পেয়ে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। মালদা শহর লাগোয়া এলাকার ঘটনা। বিয়েবাড়িতে হঠাত্ হাজির হন পুলিস ও প্রশাসনের কর্তারা। বিয়ে বন্ধ করে রীতিমতো পাত্রের ঠাকুরমার মুচলেকা আদায় করে ছাড়েন তাঁরা।
ছাদনাতলার সাজগোজ সারা। বিস্তর লোকজনে বিয়েবাড়ি রীতিমতো জমজমাট। ১৩-১৪ বছরের পাত্রের সঙ্গে ১১ বছরের পাত্রীর বিয়ের সব আয়োজনই সেরে ফেলেছিলেন দুতরফের লোকজন। কিন্তু, শেষরক্ষা হল না। খবর পেয়ে তত্পর হন খোদ অতিরিক্ত জেলাশাসক। তাঁরই নির্দেশে পাত্রের বাড়িতে হানা দেন মালদা থানার পুলিস ও সমাজকল্যাণ দফতরের কর্তারা। দেখে সুর বদলে ফেলে পাত্রের পরিবার। দুই পরিবারই জানিয়েছেন বাল্যবিবাহ বেআইনি তা তাদের জানা ছিল না।
বাল্যবিবাহ রুখে দিয়ে স্বস্তিতে প্রশাসনও। সচেতনতা প্রসারের লক্ষ্যে এখন পাত্রীপক্ষের খোঁজ শুরু করেছে পুলিস।