২ মাওবাদীর আত্মসমর্পণ

মহাকরণে আত্মসমর্পণ করলেন মাওবাদী দম্পতি জাগরি বাস্কে এবং রাজারাম সোরেন। মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তাঁরা।

Updated By: Nov 17, 2011, 03:31 PM IST

মহাকরণে আত্মসমর্পণ করলেন মাওবাদী দম্পতি জাগরি বাস্কে এবং রাজারাম সোরেন। মহাকরণে মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন তাঁরা। আত্মসমর্পণের সময় তাঁদের সাথে ছিলও তাঁদের শিশু সন্তান। জাগরি এবং রাজারাম দুজনের বিরুদ্ধেই ৭ থেকে ৮টি করে মামলা রয়েছে। মাওবাদীরা তাঁদের ভুল বুঝিয়েই নিয়ে গিয়েছিল বলে দু`জনে জানিয়েছেন। তাঁদের অভিযোগ, আদিবাসীদের উন্নয়ন হবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল মাওবাদীরা। এখন তাঁরা মূলস্রোতে ফিরতে চান বলেই জানিয়েছেন জাগরি এবং রাজারাম। আত্মসমর্পণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন তাঁদের। সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মাওবাদীদের উদ্দেশে বলেন হিংসা ছেড়ে তাঁরা যেন মূলস্রোতে ফিরে আসে। মাওবাদীরা মূলস্রোতে ফিরলে সরকার পুনর্বাসন ও সবরকম সাহায্য দেবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

.