মালদায় জালনোট চক্রের সন্ধান, ধৃত ২
মালদার কালিয়াচক থানার পুলিস ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। কালিয়াচকের শ্মশানী সিমান্ত থেকে আড়াই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে বিএসএফ। পুলিস উদ্ধার করেছে সাড়ে ৪ লক্ষ টাকার নোট।
Updated By: Dec 2, 2012, 02:39 PM IST
মালদার কালিয়াচক থানার পুলিস ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে ৭ লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে। কালিয়াচকের শ্মশানী সিমান্ত থেকে আড়াই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করেছে বিএসএফ। পুলিস উদ্ধার করেছে সাড়ে ৪ লক্ষ টাকার নোট।
উদ্ধার হওয়া নোটগুলির অধিকাংশই ৫০০ ও হাজার টাকার বলে জানিয়েছে পুলিস। ঘটনার সঙ্গে যুক্ত দু`জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃত দু`জনের পরিচয় নরেন্দ্র প্রসাদ ও বিজয় প্রসাদ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে এরা ব্যাঙ্গালোরের বাসিন্দা। জেলা পুলিসের কর্তারা এই দুই জনেক জিজ্ঞাসাবাদ করছেন।