বসিরহাটে খুন যুব কংগ্রেস নেতা, গ্রেফতার ২

বসিরহাটে যুব কংগ্রেস নেতা পরিমল সর্দার খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম অশোক বৈরাগী ও উত্পল মণ্ডল। ধৃতরা এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত।

Updated By: Mar 18, 2012, 02:51 PM IST

বসিরহাটে যুব কংগ্রেস নেতা পরিমল সর্দার খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের নাম অশোক বৈরাগী ও উত্পল মণ্ডল। ধৃতরা এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত।
ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় দফায় দফায় রেল ও পথ অবরোধ করে কংগ্রেস। সাঁকচুড়া, তালপুকুর, ট্যাঁটরা, ত্রিমনী, ময়লাখোলা, স্বরূপনগর,হাড়োয়া সহ বহু গুরুত্বপূর্ণ স্থানে পথ অবরোধ করা হয়। যার ফলে সকাল থেকে বন্ধ ছিল বাস চলাচল। এছাড়া বসিরহাট এবং ভেবলা স্টেশনেও দফায় দফায় ট্রেন অবরোধ করেন কংগ্রেস কর্মী সমর্থকরা। যার ফলে সকাল থেকে শিয়ালদা-হাসনাবাদ শাখায় বিক্ষিপ্ত ভাবে বিপর্যস্ত হয় ট্রেন চলাচল। পরিমল সর্দার খুনের প্রতিবাদে রবিবার কলকাতার মৌলালিতেও আধ ঘণ্টার জন্য পথ অবরোধ করেন যুব কংগ্রেস নেতারা।
শনিবার সন্ধ্যা ৮টা নাগাদ বসিরহাট স্টেশন সংলগ্ন এলাকায় কয়েকজনের সঙ্গে দাঁড়িযে ছিলেন যুব কংগ্রেস নেতা পরিমল সর্দার । হঠাত্‍ই সেখানে বোমা ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতী। সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে চান পরিমল বাবু । দুষ্কৃতীরা তাঁকে তাড়া করতে করতে গুলি ছোঁড়ে। আশঙ্কাজনক অবস্থায় পরিমল সর্দারকে বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২ কংগ্রেস কর্মী রতন সরকার ও সঞ্জিত মণ্ডল।

.