রানাঘাটে মরণোত্তর দেহদানের অঙ্গীকার সাংসদ মমতাবালা ঠাকুর সহ ১২৫ জন

শোভনা সরকার করে দেখিয়েছেন। এরপর তাঁরই পথে মরণোত্তর দেহদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আরও অনেকে। এবার সেই বার্তা, সেই মন্ত্রই ছড়িয়ে দেওয়ার পালা। রানাঘাটে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সাংসদ মমতাবালা ঠাকুর সহ ১২৫ জন। এই উদ্যোগ নেয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা।

Updated By: Aug 20, 2016, 07:58 PM IST
রানাঘাটে মরণোত্তর দেহদানের অঙ্গীকার সাংসদ মমতাবালা ঠাকুর সহ ১২৫ জন

ওয়েব ডেস্ক: শোভনা সরকার করে দেখিয়েছেন। এরপর তাঁরই পথে মরণোত্তর দেহদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আরও অনেকে। এবার সেই বার্তা, সেই মন্ত্রই ছড়িয়ে দেওয়ার পালা। রানাঘাটে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করলেন সাংসদ মমতাবালা ঠাকুর সহ ১২৫ জন। এই উদ্যোগ নেয় স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংস্থা।

আরও পড়ুন শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ফের ভারী বৃষ্টির আশঙ্কা

ডিগনিটি নামে ওই সংস্থার এক বছর পূর্তি উপলক্ষ্যে রানাঘাট নজরুল মঞ্চে  অনুষ্ঠানের আয়োজন করা হয়। কল্যাণী জে এন এম কলেজের তত্ত্বাবধানে ১২৫ জনের হাতে মরণোত্তর দেহদানের শংসাপত্র তুলে দেওয়া হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের ৪ জনও এই অঙ্গীকারে সামিল হন। এবিষয়ে সকলেরই এগিয়ে আসা উচিত, সবার মধ্যে সচেতনতা জরুরি বলে অনুষ্ঠানে মন্তব্য করেন সাংসদ মমতাবালা ঠাকুর।

আরও পড়ুন অপারেশন চলাকালীন আগুন কাটোয়া মহকুমা হাসপাতালের অপারেশন থিয়েটারে!

.