অ্যাকাউন্ট ব্যালান্স ১০০০ কোটি, রুপো ব্যবসায়ী গেলেন পুলিসের কাছে

শিলিগুড়ির বাসিন্দা সূরজ রাও, পেশায় একজন রুপো ব্যবসায়ী। মাসের শেষে পকেট ফাঁকা, টাকা তুলতে গিয়েছিলেন এটিএম-এ। কোনও টাকা তো তুলতে পাড়লেনই না, উপরন্তু এটিএম থেকে পাওয়া স্লিপ দেখে নাওয়া-খাওয়াই উঠে গিয়েছে সূরজ রাওয়ের। টাকা চোট হয়েছে? না। এটিএম স্লিপ দেখে চোখ কপালে উঠেছে শুধু তাই নয়, চিন্তায় পুলিস স্টেশন পর্যন্ত ছুটেছেন ওই রুপো ব্যবসায়ী। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৯ টাকা। প্রথমে খেয়াল না করলেও পরে যখন ভালো করে এটিএম স্লিপ দেখেন ঘামতে শুরু করেন মধ্য বয়সী রুপো ব্যবসায়ী সূরজ। 

Updated By: Dec 25, 2016, 12:54 PM IST
অ্যাকাউন্ট ব্যালান্স ১০০০ কোটি, রুপো ব্যবসায়ী গেলেন পুলিসের কাছে

ওয়েব ডেস্ক: শিলিগুড়ির বাসিন্দা সূরজ রাও, পেশায় একজন রুপো ব্যবসায়ী। মাসের শেষে পকেট ফাঁকা, টাকা তুলতে গিয়েছিলেন এটিএম-এ। কোনও টাকা তো তুলতে পাড়লেনই না, উপরন্তু এটিএম থেকে পাওয়া স্লিপ দেখে নাওয়া-খাওয়াই উঠে গিয়েছে সূরজ রাওয়ের। টাকা চোট হয়েছে? না। এটিএম স্লিপ দেখে চোখ কপালে উঠেছে শুধু তাই নয়, চিন্তায় পুলিস স্টেশন পর্যন্ত ছুটেছেন ওই রুপো ব্যবসায়ী। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে ৯৯৯ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৭৯ টাকা। প্রথমে খেয়াল না করলেও পরে যখন ভালো করে এটিএম স্লিপ দেখেন ঘামতে শুরু করেন মধ্য বয়সী রুপো ব্যবসায়ী সূরজ। 

 

"আয়করের লোকেরা এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। দেখুন না, আমার ব্যাঙ্কে এত টাকা কে জমা করল? আমায় কেউ ফাঁসাতে চাইছে", এটিএম স্লিপ হাতে নিয়ে পুলিসের কাছে অভিযোগ জানিয়েছেন সূরজ রাও। তদন্তে নেমে পুলিস সূরজ রাওয়ের আক্যাউন্ট রয়েছে যে ব্যাঙ্কের ব্রাঞ্চে সেই ব্যাঙ্ক আধিকারিকদের সঙ্গে কথা বলে। ব্যাঙ্ক থেকেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিক ভাবে ব্যাঙ্ক কতৃপক্ষ বিষয়টিকে টেকনিক্যাল ভুল বলেই চিহ্নিত করেছেন। 

.