ধুমপান ছাড়তে বাধ্য হবেন এই ভিডিওগুলো দেখলে!
আজ ৩১শে মে। ওয়ার্ল্ড NO Tobacco Day। ১৯৮৭ সাল থেকে এই দিনটা তামাক বিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ ২৪ ঘণ্টা কোনও রকম তামাকজাত দ্রব্য গ্রহণ না করার অঙ্গীকার এবং তার সঙ্গে তামাক বরেধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার দিন।
![ধুমপান ছাড়তে বাধ্য হবেন এই ভিডিওগুলো দেখলে! ধুমপান ছাড়তে বাধ্য হবেন এই ভিডিওগুলো দেখলে!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/31/56568-notobaco.jpg)
ওয়েব ডেস্ক: আজ ৩১শে মে। ওয়ার্ল্ড NO Tobacco Day। ১৯৮৭ সাল থেকে এই দিনটা তামাক বিরোধী দিবস হিসাবে পালিত হয়ে আসছে। আজ ২৪ ঘণ্টা কোনও রকম তামাকজাত দ্রব্য গ্রহণ না করার অঙ্গীকার এবং তার সঙ্গে তামাক বরেধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার দিন।
এই ভিডিওটা একটা অন্যতম সেরা ধুমপান বিরোধী বিজ্ঞাপন। সব প্রাপ্ত বয়স্কারাই ধুমপানের কুপ্রভাব সম্পর্কে দিব্যি জানেন। কিন্তু তবুও সে সব ভুলেই সুখ টানে মাতেন দিনের মধ্যে বহুবার। অথচ কোনও অপ্রাপ্ত বয়স্ককে ধুমপান করতে দেখলে বড়রা কিন্তু তাদের ধুমপান কত খারাপ সে বিষয়ে সাবধান করে দিচ্ছেন। ভিডিওটা একবার দেখুন-
২০১১ সালের ওয়ার্ল্ড নো টোবাকো ডের জন্য হু-এর তৈরী এই ভিডিওটাও আপনাকে ভাবাবেই ধুমপান করার আগে।
আর সব শেষে রইল সানি লিওনের সেই বিখ্যাত ভিডিও, দেখে নিন-