যুদ্ধে বিধ্বস্ত! খিদের জ্বালায় লতা-পাতা সেদ্ধ করে খাচ্ছে ইয়েমেনের মানুষ
এমন একখানা ছবি দেখে গোটা বিশ্বের মানুষের চোখে জল।
নিজস্ব প্রতিনিধি : প্রায় তিন বছর ধরে তাঁরা যুদ্ধবিধ্বস্ত। কম-বেশি দেশের সবাই প্রায় সেই যুদ্ধে ভুক্তভোগী। জাতি সংঘের হিসাব বলছে, ইয়েমেনে অন্তত দুই কোটি মানুষের প্রতিদিন খাবার জুটছে না। খিদের জ্বালায় ইয়েমেনের বহু মানুষ এখন লতা-পাতা সেদ্ধ করে খাচ্ছেন।
আরও পড়ুন- ঝড়ের খবর করতে গিয়ে সাংবাদিকই সমালোচনার ঝড়ে পড়লেন
ইয়েমেনের হাজ্জাজ প্রদেশের আসলামে একটা পরিবার নাম না জানা কোনও গাছের পাতা সেদ্ধ করছে। এমন একখানা ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল সাইটে। বাড়ির বড়দের পাশে খাবারের আশায় বসে রয়েছে ক্ষীণকায় কয়েকটি শিশু। জানা গিয়েছে, ছবিটি গত ২৫ আগস্ট তোলা বলে জানানো হয়েছে। এমন একখানা ছবি দেখে গোটা বিশ্বের মানুষের চোখে জল। ইয়েমেনের মানুষের দুর্দশার ছবি যেন সবাই আন্দাজ করতে পারছেন।
আরও পড়ুন- ফ্লোরেন্সের তাণ্ডবে লন্ডভন্ড মার্কিন মুলুকের উত্তর ক্যারোলিনা
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট অব্যাহত হামলা করছে ইয়েমেনের বিস্তীর্ণ অঞ্চলে। তার উপর ইরানও ক্রমাগত মদত জোগাচ্ছে হুথি বিদ্রোহীদের। ফলে ইয়েমেনে বহু এলাকায় আন্তর্জাতিক সহায়তা সংস্থাগুলো ত্রাণ পৌঁছে দিতে পারছে না। তা ছাড়া দেশজুড়ে ত্রাণের চাহিদাও প্রবল। ফলে এই বিপুল পরিমাণ ত্রাণের চাহিদা মেটাতে জাতিসংঘসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোও হিমশিম খাচ্ছে।