চিনা সেনাকে আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ জিংপিং-এর
ভারত সফর শেষে দেশে ফিরেই যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। বেজিংয়ে সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে শি জিংপিংয়ের বৈঠক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জিংপিং বলেছেন, প্রাদেশিক স্তরে যুদ্ধে লড়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে।
বেজিং: ভারত সফর শেষে দেশে ফিরেই যুদ্ধের প্রস্তুতির নির্দেশ দিলেন চিনা প্রেসিডেন্ট শি জিংপিং। বেজিংয়ে সেন্ট্রাল মিলিটারি কমিশনের বৈঠকে শি জিংপিংয়ের বৈঠক নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। জিংপিং বলেছেন, প্রাদেশিক স্তরে যুদ্ধে লড়ার জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে।
শি জিংপিং ভারতে আসার আগে থেকেই লাদাখে চিনা সেনার অনুপ্রবেশের একাধিক ঘটনা ঘটে। দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে চিনের প্রেসিডেন্টের কাছে উষ্মাও প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে যৌথ সাংবাদিক সম্মেলনে সীমান্ত সমস্যা মেটাতে ইতিবাচক প্রয়াসেরই আশ্বাস দিয়েছিলেন চিনের প্রেসিডেন্ট। কিন্তু, দেশে ফিরেই সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠকে তাঁর এই বার্তা, চিন্তা বাড়িয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।