সম্পর্ক সঠিক পথে, ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চায় চিন : জিন পিং

Updated By: Sep 5, 2017, 01:01 PM IST
সম্পর্ক সঠিক পথে, ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চায় চিন : জিন পিং

ওয়েব ডেস্ক: ডোকা লা বিবাদকে পিছনে ফেলে চিনের বন্দর শহর শিয়ামেনে ব্রিকস বৈঠকের মধ্যেই আজ ঘণ্টা দুয়েকের বৈঠক করলেন মোদী-জিন পিং। এই বৈঠককে এক কথায় 'গঠনমূলক' বলে বর্ণনা করেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। তাঁর ভাষায়, "দু'দেশের সম্পর্কের যে দিকে যাওয়া উচিত এবং ভবিষ্যতে যাবে, সে দিক থেকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই আলোচনা খুবই গঠনমূলক"।

সংবাদ সংস্থা এএনআই-এর খবর অনুসারে, এদিন বৈঠকের শুরুতেই চিনা প্রেসিডেন্ট ভারতের প্রধানমন্ত্রীকে বলেছেন, ভারত ও চিন পরস্পরের প্রতিবেশী এবং বিশ্ব মানচিত্রে অন্যতম দুটি বৃহত্ দেশ। ফলে, এই দুই দেশের মধ্যে 'স্বাস্থ্যকর ও সুস্থিত' দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন। পাশাপাশি জিনপিং আরও জানান, ১৯৫৪ সালে স্বাক্ষরিত পঞ্চশীল চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে একযোগে কাজ করতে আগ্রহী চিন। অন্যদিকে মোদী ব্রিকসভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন।

.