অ্যাপলের এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক, তারপর...

চিকিত্সকরা এক্স-রে করে দেখেন শিশুর পেটে যে অবস্থায় ‘এয়ার পড’টি রয়েছে, আশঙ্কার কারণ নেই। অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই

Updated By: Jan 4, 2020, 01:15 PM IST
অ্যাপলের এয়ার ফোন গিলে ফেলল ৭ বছরের বালক, তারপর...
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: পেটের ভিতর খ্রিস্টমাস উপহার! না, কোনও খাবার দ্রব্য নয়। একজোড়ার একটি অ্যাপলের ‘এয়ার পড’। ওই এয়ার পডটি গিলে ফেলে সাত বছরের এক বালক। যা নিয়ে হুলুস্থুল পরিস্থিতি তৈরি হয় মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ার আটলান্টায়। তাকে ভর্তি করা হয়েছে আটলান্টার একটি শিশু হাসপাতালে।

চিকিত্সকরা এক্স-রে করে দেখেন শিশুর পেটে যে অবস্থায় ‘এয়ার পড’টি রয়েছে, আশঙ্কার কারণ নেই। অস্ত্রোপচারেরও প্রয়োজন নেই। প্রাকৃতিক ভাবেই এয়ার পডটি শরীর থেকে বেরিয়ে যাবে। এরপরই শিশুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন- ইরানের হুমকি পাত্তা দিল না আমেরিকা! ফের বিমান-হানা, যুদ্ধ বাধার আশঙ্কা

শিশুর মা কায়রা স্ট্রাউড জানান, এয়ার ফোন পেটে থাকালীন কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। নিয়ম মতো খাওয়া দাওয়া করছে। কিন্তু এই ঘটনায় তাঁর ছেলে লজ্জিত বলে স্ট্রাউড জানান। তবে, এমন ঘটনা প্রথম নয়। এর আগে তাইওয়ানের এক ব্যক্তি এয়ার পড গিলে ফেলেন। ব্যাটারিতে চার্জ থাকা পর্যন্ত সক্রিয় ছিল এয়ার ফোনটি।

.