বিশ্বের বিশেষ ৩টি খবর

মার্কিন রাজনীতি তপ্ত। পুরীর সমুদ্র সৈকতের বালুকাও তপ্ত। দুই তপ্ততা মিশিয়ে দিলেন সুদর্শন পট্টনায়েক। হোয়াইট হাউসের দখল নেবেন কে? কে বসবেন মার্কিন প্রেসিডেন্ট পদে? দুনিয়াজোড়া এই আলোচনাকে আরও একটু উসকে দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বালুশিল্পী। হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ফুটিয়ে তুললেন নিপুণ হাতে।

Updated By: Jun 10, 2016, 10:20 AM IST
বিশ্বের বিশেষ ৩টি খবর

ওয়েব ডেস্ক: মার্কিন রাজনীতি তপ্ত। পুরীর সমুদ্র সৈকতের বালুকাও তপ্ত। দুই তপ্ততা মিশিয়ে দিলেন সুদর্শন পট্টনায়েক। হোয়াইট হাউসের দখল নেবেন কে? কে বসবেন মার্কিন প্রেসিডেন্ট পদে? দুনিয়াজোড়া এই আলোচনাকে আরও একটু উসকে দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বালুশিল্পী। হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ফুটিয়ে তুললেন নিপুণ হাতে।

 

বিতর্ক ভেসেই চলেছে। উড়তা পঞ্জাব ছবির মুক্তির প্রতিবাদে এবার লুধিয়ানার রাস্তায় নাগরিক সমাজ। পরিচালক অভিষেক চৌবের বিরুদ্ধে স্লোগান। সেন্সর বোর্ডের নির্দেশিত কাঁচি চালানোর পরেই মুক্তি পেতে পারে ছবিটি। দাবি বিক্ষোভকারীদের।    

 

হলিউডের বলিষ্ঠ অভিনেতা। তবে তাঁর খ্যাতি আরও বিস্তৃত। সমাজসেবামূলক বিভিন্ন কাজে তাঁকে দেখা গেছে একদম সামনের সারিতে। এবার গৃহহীনতার দুঃসহ জ্বালা নিয়ে কথা বললেন। টাইম আউট অফ মাইন্ড ছবিতে তো এক গৃহহীনের চরিত্রেই অভিনয় করছেন রিচার্ড গের।

.