World Refugee Day: কাঁটাতারের যন্ত্রণা থেকে নিরাপত্তার মমতার খোঁজে একটি দিন

যাঁদের বাধ্যতামূলক ভাবে মাতৃভূমি পরিত্যাগ করতে হয় তাঁদেরই শরণার্থী বলে। এটা বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা নিপীড়নের জেরে কিছু মানুষের ভাগ্যে ঘটে।

Updated By: Jun 20, 2022, 05:49 PM IST
World Refugee Day: কাঁটাতারের যন্ত্রণা থেকে নিরাপত্তার মমতার খোঁজে একটি দিন

নিজস্ব প্রতিবেদন: আজকের পৃথিবীতে রিফিউজি ডে বা শরণার্থী দিবসের মতো একটি দিনের খুবই গভীর তাৎপর্য। কারা শরণার্থী? যাঁদের বাধ্যতামূলক ভাবে মাতৃভূমি পরিত্যাগ করতে হয় তাঁদেরই শরণার্থী বলে। এটা বড় মাপের প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ বা নিপীড়নের জেরে কিছু মানুষের ভাগ্যে ঘটে। ফলে এটা গোটা বিশ্বের কাছে খুব উৎকর্ণ হওয়ার মতো বিষয়। শরণার্থীদের জীবন খুবই দুর্দশাগ্রস্ত। তাঁদের দুর্দশাকে সব পক্ষই কমাতে চেষ্টা করে। সকলেই এটার বিষয়ে আন্তরিক। 

এ বছর এই বিশেষ দিনটির একটি থিমও রয়েছে। থিম হল-- 'হুএভার, হোয়াটএভার, হোয়েনএভার, এভরিওয়ান হ্য়াজ আ রাইট টু সিক সেফটি'।

রাষ্ট্রসঙ্ঘ ২০ জুন তারিখটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে স্থির করেছে। ২০০১ সালের ২০ জুন প্রথম দিনটি পালিত হয়। দিনটি আসলে একটি ঘটনার সুবর্ণজয়ন্তী। ১৯৫১ সালের রিফিউজি কনভেনশনের ৫০তম উদযাপন দিনেই এটা ঠিক হয়েছিল।

পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর 

আরও পড়ুন: Russia-Ukraine War: কয়েক বছর ধরে চলতে পারে ইউক্রেন যুদ্ধ, সতর্ক করলেন ন্যাটো প্রধান

.