আজ ওয়ার্ল্ড অডিওভিস্যুয়াল হেরিটেজ ডে

আজ ২৭ অক্টোবর। ইউএনও স্বীকৃত ওয়ার্ল্ড অডিওভিস্যুয়াল হেরিটেজ ডে। কেন এরকম দিন? সাধারণ জাগতিক নিয়মেই। ছাপা বই বা কাগজ যত্ন করে রেখে দেওয়া যেতে পারে। দেওয়া হয়ও। মানুষ পুরোনো দিনের অনেক কিছুই জেনেছে শুধু পুরোনো লেখা পড়ে।

Updated By: Oct 27, 2015, 11:40 AM IST
 আজ ওয়ার্ল্ড অডিওভিস্যুয়াল হেরিটেজ ডে

ওয়েব ডেস্ক: আজ ২৭ অক্টোবর। ইউএনও স্বীকৃত ওয়ার্ল্ড অডিওভিস্যুয়াল হেরিটেজ ডে। কেন এরকম দিন? সাধারণ জাগতিক নিয়মেই। ছাপা বই বা কাগজ যত্ন করে রেখে দেওয়া যেতে পারে। দেওয়া হয়ও। মানুষ পুরোনো দিনের অনেক কিছুই জেনেছে শুধু পুরোনো লেখা পড়ে।

কিন্তু এটা মানতে দ্বিধা নেই যে, অডিওভিস্যুয়াল আবিষ্কার হয়ে যাওয়ার পর কিন্তু, সবদিক থেকেই ছাপা বই বা কাগজকে পিছেন ফেলে দিয়েছে। সত্যি তো, কোনও জিনিস পড়ে একরকম স্বাদ বা একরকমভাবে জানা যায়। কিন্তু কোনও জিনিস দেখলে এবং শুনলে তাঁর প্রভাব অবশ্যই বেশি।

তাই রাষ্ট্রসংঘের পক্ষ থেকেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় যে, এমন গুরুত্বপূর্ণ অনেক অডিওভিস্যুয়াল নথি বিংশ এবং একবিশং শতাব্দীতে আছে, যা সংরক্ষিত করে রাখা উচিত। তাই গত প্রায় তিন দশক ধরে আজকের দিনেই মানে ২৭ অক্টোবর বিশ্বজুড়ে পালন করা হয় ওয়ার্ল্ড অডিওভিস্যুয়াল হেরিটেজ ডে।

.