কারখানায় আগুন! মৃত ৩৬, নিখোঁজ ২; সন্দেহের আঙুল কয়েকজনের দিকে...
Workshop Fire in China: কারখানাটি হেনান প্রদেশে অবস্থিত। গতকাল, সোমবার বিকেলে হেনান প্রদেশটির আনিয়াং শহরের কাইসিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের কারখানায় এই আগুন লাগে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুজন। আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। কারখানাটি হেনান প্রদেশে অবস্থিত। গতকাল, সোমবার বিকেলে হেনান প্রদেশটির আনিয়াং শহরের কাইসিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেড নামের কারখানায় এই আগুন লাগে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। চিনের উক্ত রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, উদ্ধারকারী সংস্থাগুলি বিকেল সাড়ে চারটের দিকে ওই কারখানাটিতে আগুন লাগার খবর পায়। আর তারপরই তারা উদ্ধারকাজে দ্রুত বেরিয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়েই স্থানীয় পুর অগ্নিনির্বাপণ বিভাগও ঘটনাস্থলে অগ্নিনির্বাপক দল পাঠিয়ে দেয়।
আরও পড়ুন: একদিনেই ২৭ হাজার করোনা-আক্রান্ত! উদ্বিগ্ন সরকার দিল ঘরবন্দির নির্দেশ...
শুধু তারাই নয়, সঙ্গে জননিরাপত্তা বাহিনী, পুর প্রশাসনের দল, বিদ্যুৎ সরবরাহ ইউনিট-- সমস্ত জরুরি পক্ষ প্রায় একই সময়ে ঘটনাস্থলে পৌঁছয়। সকলেই জরুরি ভিত্তিতে উদ্ধারকাজে হাত লাগায়। সম্মিলিত চেষ্টায় রাতের দিকে আগুন নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন যে দুজন, তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁদের আঘাত তেমন আশঙ্কাজনক নয়।
কী ভাবে আগুন লাগল?
হেনান প্রদেশের আনিয়াং শহরের কাইসিন্ডা ট্রেডিং কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ বলেছে, অগ্নিকাণ্ডের জন্য তারা কয়েকজনকে সন্দেহ করছে। পুলিসের কাছে সেই মতো তারা অভিযোগও জানিয়ে রেখেছে।
সংশ্লিষ্ট কোম্পনির অভিযোগ মোতাবেক এই অপকর্মে জড়িত থাকতে পারে এমন সন্দেহে কয়েকজনকে পুলিসি হেফাজতে নেওয়াও হয়েছে। তবে এখনও পর্যন্ত হেফাজতে নেওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এ-ও জানা যায়নি যে, অগ্নিকাণ্ডের তদন্তে কাজে লাগতে পারে এমন কোনও বিশেষ তথ্য আটক ব্যক্তিরা দিতে পেরেছেন কিনা।