শুরু হল দক্ষিনায়ণ
ক্যালেন্ডারের পাতায় বাইশে ডিসেম্বর দিন সব থেকে ছোট। আবহাওয়ার তারতম্যের দিক দিয়েও এই দিনটির গুরুত্ব অনেক। এখন রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। শহর কলকাতা তো বটেই জেলাগুলিতেও শীতের শুরুতেই তাপমাত্রার পারদ নেমে গেছে রেকর্ড ভাবে।
ক্যালেন্ডারের পাতায় বাইশে ডিসেম্বর দিন সব থেকে ছোট। আবহাওয়ার তারতম্যের দিক দিয়েও এই দিনটির গুরুত্ব অনেক। এখন রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহ চলছে। শহর কলকাতা তো বটেই জেলাগুলিতেও শীতের শুরুতেই তাপমাত্রার পারদ নেমে গেছে রেকর্ড ভাবে। এই পরিস্থিতিতে দিন ছোট হওয়ায় আজ রাজ্যজুড়ে শীতের প্রকোপ আরও বাড়বে বলেই মনে করছেন আবহবিদরা। রাজ্যজুড়ে চলছে শৈত্যপ্রবাহ। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় এগারো ডিগ্রিতে। রাজ্যের অন্যান্য জেলায় গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ থেকে ৮ ডিগ্রি। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার তাপমাত্রার পারদ আরও বেশ কিছুটা নেমে যাওয়ার আশঙ্কা করছেন আবহবিদেরা। সৌজন্যে দক্ষিণায়ন বা সবচেয়ে ছোট দিন। ২২ ডিসেম্বর এই দিনটিতে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হওয়ায় দিন তুলনামূলক ছোট হয়ে যায়। দিন ছোট হওয়ার সঙ্গে শৈত্যপ্রবাহেরও একটি যোগসূত্র রয়েছে বলেই মনে করছেন আবহবিদেরা। কারণ দক্ষিণায়নের এই দিনটিতে পৃথিবীর সঙ্গে দূরত্ব সবথেকে বেশি হওয়ায় সূর্যরশ্মি পৃথিবীর ওপর তীর্যকভাবে পড়ে। ফলে সূর্যের তাপমাত্রাও পৃথিবীতে অন্যান্য দিনগুলির তুলনায় কম অনুভূত হয়। এইসব দিক বিবেচনা করেই আবহবিদদের অনুমান রাজ্যজুড়ে চলাশৈত্যপ্রবাহের মাঝে দক্ষিণায়নের এই আগমন বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে রাজ্যেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে।