মহিলাদের উপর ISIS-এর অকথ্য অত্যাচারের রহস্য ফাঁস!

কিশোরী থেকে তরুণী... আট থেকে আশি। সব বয়সের সব ধরনের মহিলাকেই পণবন্দি করেছে ISIS। তাঁদেরকে যৌনদাসী বানিয়েছে। চালিয়েছে পাশবিক অত্যাচার। কিন্তু, মহিলাদের উপর এভাবে অকথ্য অত্যাচার, যৌন নির্যাতনের কারণটা কী? ইরাকে বাজেয়াপ্ত বেশ কয়েকজন ISIS জঙ্গির কম্পিউটার ঘেঁটে সামনে এল সেই তথ্য।

Updated By: Jul 14, 2016, 09:19 PM IST
মহিলাদের উপর ISIS-এর অকথ্য অত্যাচারের রহস্য ফাঁস!

ওয়েব ডেস্ক : কিশোরী থেকে তরুণী... আট থেকে আশি। সব বয়সের সব ধরনের মহিলাকেই পণবন্দি করেছে ISIS। তাঁদেরকে যৌনদাসী বানিয়েছে। চালিয়েছে পাশবিক অত্যাচার। কিন্তু, মহিলাদের উপর এভাবে অকথ্য অত্যাচার, যৌন নির্যাতনের কারণটা কী? ইরাকে বাজেয়াপ্ত বেশ কয়েকজন ISIS জঙ্গির কম্পিউটার ঘেঁটে সামনে এল সেই তথ্য।

পর্নোগ্রাফি। বাজেয়াপ্ত কম্পিউটারগুলির হার্ডডিস্কের প্রায় পুরোটাই ভর্তি পর্নোগ্রাফি ফাইলে। পর্নোগ্রাফিতে অতিরিক্ত আসক্তিই ISIS জঙ্গিদের মহিলাদের উপর নারকীয় অত্যাচারের কারণ বলে জানিয়েছেন পেন্টাগনের গোয়েন্দা বিভাগের প্রধান।

এর আগে ওসামা বিন লাদেনের ডেরাতে তল্লাশি চালিয়েও পাওয়া গিয়েছিল পর্ন ভিডিও। যারমধ্যে ছিল সানি লিওনের ভিডিও-ও।

.