জানেন স্পেন মানে কীসের দেশ?

ওয়েব ডেস্ক: আপনি কি খুব ফুটবল পাগল মানুষ? এই তো কদিন বাদে শুরু হতে চলেছে ইউরো কাপ, কোপা আমেরিকা।তার মানে আপনার তো খুব আনন্দ।রোজ রাত জেগে বসে পড়বেন টিভির সামনে। আর গোগ্রাসে চোখ বড় বড় করে গিলবেন বিশ্বমানের ফুটবল।

আপনি ফুটবল খেলায় স্পেনের সমর্থক? অন্তত যখন ইউরো কাপ হয়?  তাহলে আপনি কি জানেন যে, স্পেন কথার মানে কী? স্পেন মানে সেটা কীসের দেশ? মজার প্রশ্ন তাই না? আসলে 'দ্য ল্যান্ড অফ রেবিট' বা খরগোশের দেশ বলা হয় স্পেনকে। আমাদের কেরলকে যেমন বলা হয় ঈশ্বরের নিজের দেশ ওইরকমই আর কী! তাহলে এবার ইউরোতে খরগোশদের সমর্থন করছেন তো?

English Title: 
what is the meaning of spain
News Source: 
Home Title: 

জানেন স্পেন মানে কীসের দেশ?

জানেন স্পেন মানে কীসের দেশ?
Yes
Is Blog?: 
No