'‍পাকিস্তান সন্ত্রাসবাদীদের কারখানা'‍, রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ব্যঙ্গ বিদেশমন্ত্রীর

Updated By: Sep 24, 2017, 12:01 AM IST
'‍পাকিস্তান সন্ত্রাসবাদীদের কারখানা'‍, রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে ব্যঙ্গ বিদেশমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ভারতে তৈরি হচ্ছে ডাক্তার-ইঞ্জিনিয়র, আর পাকিস্তানে সন্ত্রাসবাদী। খোদ রাষ্ট্রপুঞ্জের ৭২ তম অধিবেশনে দাঁড়িয়ে পাকিস্তানকে এভাবেই তুলোধনা করলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সুষমার কথায় পাকিস্তান সন্ত্রাসবাদীদের কারখানা।

এদিন রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে বিদেশমন্ত্রী পাক রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে বলেন, '‍'‍আমরা তথ্য প্র‌যুক্তি, বিজ্ঞান সহ বিভিন্ন ক্ষেত্রে স্বীকৃত শক্তি। আমরা বিশ্বকে ডাক্তার, ইঞ্জিনিয়র, শিক্ষাবিদ উপহার দিয়েছি। আর পাকিস্তান? সারা পৃথিবীকে সন্ত্রাসবাদী সরবরাহ করা ছাড়া আর কিছুই করতে পারেনি। এমনকি নিজের দেশের মানুষকেও কিছু দিতে পারেনি। শুধুই জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবা, হিজবুল মুজাহিদিন-এর মত জঙ্গি শিবির তৈরি করেছে। '‍'‍

এদিন পাক প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির উদ্দেশ্যে সুষমা বলেন, উনি ভারতের বিরুদ্ধে অভি‌যোগ জানিয়ে অ‌যথা সময় নষ্ট করে ফেলেছেন। ওনার বক্তব্য রাখার সময় সবাই একটা কথাই ভাবছিল, ‌যে কে কার বিরুদ্ধে অভি‌যোগ করছে?

 

.