আর ১৩ বছর পর জল থাকবে না, আমাদের চেনা এক দেশে!

জলই জীবন। জল আছে বলেই তো আমরা আছি। আর জল না থাকলে আমরাও থাকবো না। কিন্তু জানেন কি, একটি দেশে আজ থেকে ১৩ বছর পর আর জল থাকবে না! শেষ হয়ে যাবে সব জল। হ্যাঁ, দেশটির নাম সৌদি আরব। সৌদি আরবে আগামী ১৩ বছরের মধ্যে ভূগর্ভস্থ জলের মজুদ শেষ হয়ে যাবে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে।

Updated By: Feb 20, 2016, 11:56 AM IST
আর ১৩ বছর পর জল থাকবে না, আমাদের চেনা এক দেশে!

ওয়েব ডেস্ক: জলই জীবন। জল আছে বলেই তো আমরা আছি। আর জল না থাকলে আমরাও থাকবো না। কিন্তু জানেন কি, একটি দেশে আজ থেকে ১৩ বছর পর আর জল থাকবে না! শেষ হয়ে যাবে সব জল। হ্যাঁ, দেশটির নাম সৌদি আরব। সৌদি আরবে আগামী ১৩ বছরের মধ্যে ভূগর্ভস্থ জলের মজুদ শেষ হয়ে যাবে বলে সতর্কবার্তা দেয়া হয়েছে। দ্য ইন্ডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে।
 
বাদশা ফয়সাল বিশ্ববিদ্যালয়ের এক সদস্য মোহম্মদ আল-ঘামদি সতর্ক করে দিয়ে বলেছেন, বিশ্বব্যাংক একটি প্রতিবেদনে বিশ্ব জুড়ে জলের সংকটের তথ্য তুলে ধরার পর থেকে ভূগর্ভস্থ জল কমে যাচ্ছে। সৌদি পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় দেশগুলোতে জনপ্রতি জল ব্যবহারের হার অনেক বেশি হওয়ায় জল দ্রুত কমে যাচ্ছে। সৌদি আরবে জনপ্রতি প্রতিদিন ২৬৫ লিটার জল ব্যবহার করা হয়, যা ইউরোপের তুলনায় দ্বিগুণ। ভূগর্ভস্থ জলের মাধ্যমেই সৌদি আরবের ৯৮ শতাংশ চাহিদা পূরণ হয়।
 

.