যুদ্ধবাজের মতো আচরণ করছে ভারত: হিনা রব্বানি
নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সেনার নৃশংস হত্যার পর পাল্টা চাপের রাস্তায় পাকিস্তান। চাপে পড়ে দিল্লির বিরুদ্ধে যুদ্ধবাজের মতো আচরণের অভিযোগ করেছেন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। নিউইয়র্কে তাঁর মন্তব্য, দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে চায় ইসলামাবাদ। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটিতে এই মন্তব্য করেন খার। চলতি মাসে দুই ভারতীয় সেনাকে নৃশংস হত্যা অস্বীকার করে তিনি বলেন তদন্তে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সেনার নৃশংস হত্যার পর পাল্টা চাপের রাস্তায় পাকিস্তান। চাপে পড়ে দিল্লির বিরুদ্ধে যুদ্ধবাজের মতো আচরণের অভিযোগ করেছেন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। নিউইয়র্কে তাঁর মন্তব্য, দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে চায় ইসলামাবাদ। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটিতে এই মন্তব্য করেন খার। চলতি মাসে দুই ভারতীয় সেনাকে নৃশংস হত্যা অস্বীকার করে তিনি বলেন তদন্তে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
এ বিষয়ে ইতিমধ্যেই ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার প্রধানমন্ত্রী জানান, এই ধরনের ঘটনা চলতে থাকলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব নয়। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক কয়েকটি বৈরিতাপূর্ণ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারত সম্পর্ক ঠিক কোন খাতে এগোবে? কিন্তু সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি মনমোহন সিং।