ইন্দোনেশিয়ায় সন্ধান মিলল পদাতিক হাঙরের

ইন্দোনেশিয়াতে নতুন এক প্রজাতির হাঙরের সন্ধান পেল কনসারভেশন ইন্টারন্যাশানল নামের একটি গবেষক দল। তবে শুধু সাঁতারে নয় এই প্রজাতির হাঙর হাঁটতেও বেশ পটু। শরীরের দু`পাশের শক্তপোক্ত পাখনা গুলোকে ছোট ছোট পায়ের মত ব্যবহার করে সমুদ্রের তল দেশে হেঁটে বেড়ায় এই বাঁশ হাঙর।

Updated By: Sep 1, 2013, 03:04 PM IST

ইন্দোনেশিয়াতে নতুন এক প্রজাতির হাঙরের সন্ধান পেল কনসারভেশন ইন্টারন্যাশানল নামের একটি গবেষক দল। তবে শুধু সাঁতারে নয় এই প্রজাতির হাঙর হাঁটতেও বেশ পটু। শরীরের দু`পাশের শক্তপোক্ত পাখনা গুলোকে ছোট ছোট পায়ের মত ব্যবহার করে সমুদ্রের তল দেশে হেঁটে বেড়ায় এই বাঁশ হাঙর।
রাতের বেলায় সমুদ্রতলদেশে গুটি গুটি পায়ে (থুরি পাখনায়) হেঁটে বাশ হাঙর ছোট ছোট মাছ শিকার করে।
বাদামী ও সাদা রংয়ের এই দৈর্ঘে মাত্র ৮০ সেন্টিমিটারের হয়। ইন্দোনেশিয়ার পাশাপাশি নিউ গিনির একটি দ্বীপের কাছাকাছি থেকেও এর সন্ধান মিলেছে। দেহের অনান্য অনান্য অংশের তুলনায় এদের লেজটা দৈর্ঘ্যে বেশ খানিকটা লম্বা হয় বলে এর আরেক নাম লম্বা লেজ কার্পেট হাঙর।
ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও পাপুয়া নিউগিনির ক্রান্তীয় সামুদ্রিক অঞ্চল জুড়েই এদের পাওয়া যায় বলে জানা গেছে।

.