ট্রাম্প প্রশাসনের কোপ, সার্জেন জেনারেল পদ থেকে সরলেন বিবেক মূর্তি
ট্রাম্প প্রশাসনের কোপে ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার সার্জেন জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হল বিবেক মূর্তিকে। ২০১৪-তে US পাবলিক হেলথের শীর্ষ পদে বসানো হয় মূর্তিকে। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন তিনি।
Updated By: Apr 23, 2017, 08:20 AM IST
ওয়েব ডেস্ক : ট্রাম্প প্রশাসনের কোপে ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার সার্জেন জেনারেল পদ থেকে সরিয়ে দেওয়া হল বিবেক মূর্তিকে। ২০১৪-তে US পাবলিক হেলথের শীর্ষ পদে বসানো হয় মূর্তিকে। মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন তিনি।
ঠিক কী কারণে বিবেক মূর্তি পদত্যাগ করলেন তা স্পষ্ট নয়। পদত্যাগের পর ফেসবুক পোস্টে মূর্তি লিখেছেন, সার্জেন জেনারেল হিসেবে কাজ করতে পারাটা তাঁর কাছে সম্মানের বিষয়। সার্জেন জেনারেল পদ থেকে সরানো হলেও, মার্কিন পাবলিক হেলথ সার্ভিস কমিশনড কর্পসের সদস্য থাকছেন তিনি।