খেলায় জেতার পুরস্কার ভার্জিন কিশোরী, প্রথা চলছে ব্রাজিলে

মহিলাদের পণ্য হিসেবে ব্যবহার করার ইতিহাস বহু প্রাচীন। সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেটের ঘৃণ্য কীর্তিকলাপ ক্রমশই রোষানল বাড়িয়েছে পৃথিবীর। ব্রাজিলেও রয়েছে এমন এক শহর যেখানে র‌্যাফল বা বিঙ্গোর মতো খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় ভার্জিন কিশোরীদের।

Updated By: Sep 18, 2015, 03:01 PM IST
খেলায় জেতার পুরস্কার ভার্জিন কিশোরী, প্রথা চলছে ব্রাজিলে
photo for representational purpose only

ওয়েব ডেস্ক: মহিলাদের পণ্য হিসেবে ব্যবহার করার ইতিহাস বহু প্রাচীন। সাম্প্রতিক সময়ে ইসলামিক স্টেটের ঘৃণ্য কীর্তিকলাপ ক্রমশই রোষানল বাড়িয়েছে পৃথিবীর। ব্রাজিলেও রয়েছে এমন এক শহর যেখানে র‌্যাফল বা বিঙ্গোর মতো খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার স্বরূপ তুলে দেওয়া হয় ভার্জিন কিশোরীদের।

মেলঅনলাইনে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রাজিলের এনকুজিলাদা শহরে পুরুষরা র‌্যাফল টিকিটই কেনেন যাতে জিতে ভার্জিন কিশোরীদের সঙ্গে সহবাসের সুযোগ পান। টিকিটের দাম প্রায় ৫০০ টাকা। প্রথম হলেই পুরস্কার স্বরূপ পেয়ে যাবেন কোনও ভার্জিন কিশোরী।

এই মুহূর্তে দেহব্যবসায় শিশুদের সংখ্যায় সারা বিশ্বে ব্রাজিলের স্থান দ্বিতীয়। এনকুজিলাদা ব্রাজিলের পিছিয়ে পড়া শহরগুলির একটি।

 

.