মুসলিম ছেলেকে কিনা ডাকা হচ্ছে হিন্দু দেবতা হনুমান ঠাকুর ভেবে!

এক ১৩ বছরের বালককে রীতিমতো পুজো করা হচ্ছে ইন্দোনেশিয়ায়। ছেলেটি মুসলিম। কিন্তু তাঁকে হিন্দু দেবতা হনুমানের অবতার মনে করা হচ্ছে। ছেলেটির নাম মহম্মদ রাইহান।

Updated By: Apr 12, 2016, 08:07 PM IST
 মুসলিম ছেলেকে কিনা ডাকা হচ্ছে হিন্দু দেবতা হনুমান ঠাকুর ভেবে!

ওয়েব ডেস্ক: এক ১৩ বছরের বালককে রীতিমতো পুজো করা হচ্ছে ইন্দোনেশিয়ায়। ছেলেটি মুসলিম। কিন্তু তাঁকে হিন্দু দেবতা হনুমানের অবতার মনে করা হচ্ছে। ছেলেটির নাম মহম্মদ রাইহান।

সে একটি কঠিন অসুখে ভূগছে। তার রোগটির নাম ওয়া্যারউলফ সিনড্রোমস। এই রোগের জন্য তার গোটা শরীরে, এমনকি মুখেও প্রায় তিন ইঞ্চি করে চুল গজিয়েছে। সেইজন্য তার পাড়া-প্রতিবেশীরা পর্যন্ত তাকে হিন্দু দেবতা হনুমান হিসেবে ডাকছে। রাইহান নিজে বলেছে, 'কেউ কেউ আমাকে দেখে হাসাহাসি করে। আমার সারা শরীরে চুল দেখতে ওদের বিকট লাগে তাই। আবার কেউ কেউ ভাবে, আমার বোধহয় কোনও আশ্চর্য ক্ষমতা রয়েছে। তাই তারা আমার কাছে আশীর্বাদ নিতে আসে।'

ডাক্তাররা বলেছেন, এই চিকিত্‍সা করা সম্ভব। কিন্তু অনেক টাকা খরচ। রাইহানের পরিবারের এতটাকা নেই। তাই রাইহান মানিয়ে নিয়ে বলেছে, 'আমি দিব্যি আছি। আমার সারা শরীরে চুল দেখে কারও ভালো লাগে, কারও খারাপ। কিন্তু আমার শুধুই ভালো লাগে!'

এই খবরটি ইন্দোনেশিয়ার উত্তর কালিমন্তনের মামবুরুঙ্গ গ্রামের।

.